[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৪ ২:২২ পিএম

ফাইল ছবি

আগামী বছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রয়োজন রয়েছে, তাদের ২ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে সংশোধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, ২ ডিসেম্বর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি এ তথ্য নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে জানান।

তিনি আরও জানান, ভোটার তথ্য সংগ্রহের কাজ বাড়ি বাড়ি গিয়ে করা হবে। নতুন ভোটার হিসেবে ১৭ লাখ নাগরিকের তথ্য নির্বাচন কমিশনের কাছে রয়েছে, যাদের ১ জানুয়ারি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে ১৩ লাখ নাগরিকের তথ্য নির্বাচন কমিশন ২০২২ সালে সংগ্রহ করেছিল, বাকি নাগরিকরা নিজেদের নিবন্ধন করেছেন। তবে পরিসংখ্যান অনুযায়ী, ৪৫ লাখ নাগরিকের নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। এর মধ্যে প্রায় ২৭-২৮ লাখ নাগরিক এখনও নিবন্ধিত হননি, যদিও তারা ভোটার হওয়ার যোগ্য।

এ কারণে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে নতুন বছরের শুরু থেকে ২ মার্চের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এরপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে, যাতে বাদ পড়া নাগরিকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা যায় এবং ২০২৬ সালে ভোটার হওয়ার উপযুক্ত এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। একইসাথে, ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার কাজও করা হবে।

এছাড়া, দ্বৈত ভোটার বা অন্য কোনো জটিলতা শনাক্ত করতে তথ্য সংগ্রহের মাধ্যমে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত করা হবে, যাতে ভোটার তালিকা শতভাগ সঠিক হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর