[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র: ৮ ডিসেম্বরের সমাবেশে শেখ হাসিনা কিভাবে যুক্ত হবেন, জানে ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৪ ৮:০৯ পিএম

ফাইল ছবি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, "শেখ হাসিনা কিভাবে ৮ ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন, তা ভারত জানে।

এ বিষয়ে ভালো বলতে পারবে।"

বৃহস্পতিবার বিকালে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

সাংবাদিকরা জানতে চান, যুক্তরাজ্যে ৮ ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন। সেক্ষেত্রে, তিনি কিভাবে এই সুযোগ পাচ্ছেন?

জবাবে রফিকুল আলম বলেন, "আমরা পত্রিকায় পড়েছি যে, একটি রাজনৈতিক সভা অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বক্তৃতা দেবেন। আমাদের জানা তেমনই। তবে, কিভাবে এটি বাস্তবায়িত হচ্ছে, তা আমাদের বিষয় নয়। প্রধানমন্ত্রী ভারতে আছেন, তাই ভারতের সরকার কিভাবে এটি পরিচালনা করছে, সেটা তারা ভালো বলতে পারবে।"

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর