[email protected] বুধবার, ৯ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১

দুবাইয়ে সাধারণ ক্ষমা পেয়েছেন ৫০ হাজার বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৪ ৫:১৭ পিএম

সংযুক্ত আরব আমিরাতে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৫০ হাজার প্রবাসী বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন। যারা এখনো এ সুযোগ নেননি, তাদের দ্রুত সুযোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম। তিনি বলেন, আমিরাত সরকার প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি বছরের পুরো সময়জুড়ে সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এরই মধ্যে ৫০ হাজার বাংলাদেশি সাধারণ ক্ষমার সুবিধা নিয়েছেন। যারা এখনো নেননি, তাদের দ্রুত এই সুযোগ গ্রহণের আহ্বান জানান মহাপরিচালক।

 

বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা পুনরায় চালু নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান:

•আমিরাত বিভিন্ন সময়ে তাদের ভিসানীতি পরিমার্জন করে থাকে, যা তাদের নিজস্ব নীতির অংশ।

•জুলাইয়ের আগেই আমিরাত ভিসানীতিতে পরিবর্তন এনেছে। তবে জুলাইয়ের পর থেকে নীতিটি আরও কঠিন হয়েছে বলে মনে হচ্ছে।

 

তিনি আরও বলেন, আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে ভিসা নিয়ন্ত্রণ বা সংকোচনের কোনো ঘোষণা দেয়নি। তবে যেসব ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে, সেগুলো সমাধানে আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তারা বিষয়টি বিবেচনা করবে এবং খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে।

 

সংযুক্ত আরব আমিরাতের সাধারণ ক্ষমার সুযোগ নেওয়া এবং ভিসা সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট প্রবাসী বাংলাদেশিদের সতর্কতা ও উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর