[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৪ ৪:৪৮ পিএম

ফাইল ছবি

দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করার জন্য, বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পর এবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া এ বৈঠকে প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের সঙ্গে দেশের পরিস্থিতি ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

এ বৈঠকের আগে, বুধবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছিলেন। এতে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।

এ বৈঠকটি মূলত গত মঙ্গলবার থেকে শুরু হওয়া সংলাপের অংশ। মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে এই সংলাপের কার্যক্রম শুরু হয়েছিল।

প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, সম্প্রতি ভারতীয় মিডিয়ার মাধ্যমে অপপ্রচার ও উসকানির বিষয়টি সামনে এসেছে। তিনি বলেন, "এই ধরনের অপতথ্য প্রচারের বিরুদ্ধে আমাদের দেশের সুনাম রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আরও বলেন, "এ জাতীয় অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে একযোগে প্রচারণা চালাতে হবে।"

ধর্ম, দল এবং মত নির্বিশেষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রধান উপদেষ্টা ধারাবাহিকভাবে এই বৈঠকগুলো চালিয়ে যাচ্ছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর