মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক এক নারীর ভিডিও সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, ওই নারী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস।
সামাজিকমাধ্যমে আওয়ামী লীগ সমর্থকরা ব্যাপকভাবে এই দাবিটি প্রচার করেছেন। এছাড়া, ভারতীয় ইউটিউব চ্যানেল বঙ্গটিভি'তে দেওয়া এক সাক্ষাৎকারে আইনজীবী নাজিয়া এলাহি খানকেও একই দাবি করতে দেখা গেছে।
তবে, গুজব ও অপতথ্য সম্পর্কিত কাজ করে এমন রিউমর স্ক্যানার মঙ্গলবার (০৩ ডিসেম্বর) একটি প্রতিবেদনে জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক নারী আসলে ড. ইউনূসের মেয়ে মনিকা ইউনূস নন।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ করে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ভেরোনা শহরে ২০২২ সালের ১৬ এপ্রিল মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক এক নারীর ভিডিও পাওয়া যায়। ভিডিওটি “Transparency Bodycam” নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। সেখানে আটককৃত নারী তার নাম মনিকা ইউনূস বলে দাবি করেন, তবে তিনি জানান যে তার জন্ম নিউইয়র্কে এবং তিনি পুয়ের্তো রিকান। এছাড়া, তিনি জানান, তিনি তার প্রেমিকার সাথে ব্রেকআপ করার পর মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন। পরবর্তীতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে জরিমানা এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে।
অন্যদিকে, ড. মুহাম্মদ ইউনূসের কন্যা মনিকা ইউনূসের জন্মস্থল চট্টগ্রাম, বাংলাদেশ। তিনি সম্প্রতি সিএনএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার জন্ম বাংলাদেশে হলেও তিনি আমেরিকান নাগরিক। এছাড়া, তিনি পুয়ের্তো রিকান হওয়ার দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
রিউমর স্ক্যানারের প্রতিবেদনে আরও বলা হয়, ২০০৯ সাল থেকে মনিকা ইউনূস ওপেরা গায়ক ব্র্যান্ডন ম্যাকরেনল্ডসকে বিয়ে করে সংসার করছেন। এ বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি যে, মনিকা ইউনূস মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক হয়েছেন।
বিশ্লেষণে দেখা যায়, ভিডিওতে থাকা নারীর মুখমণ্ডল ও মনিকা ইউনূসের মুখমণ্ডলের মধ্যে কোনো মিল পাওয়া যায়নি। সুতরাং, সামাজিকমাধ্যমে প্রচারিত “ড. মুহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক হয়েছেন” শীর্ষক দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে।
এসআর
মন্তব্য করুন: