[email protected] রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১

আসছে ৪ ধরনের নতুন নোট: বঙ্গবন্ধুর ছবি বাদ, থাকবে বিপ্লবের গ্রাফিতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৪ ১:২০ পিএম

ফাইল ছবি

আগামী জুনের মধ্যে বাজারে ছাড়বে নতুন ডিজাইনের টাকার নোট, যেগুলোতে ছাত্র-জনতার ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ থাকবে।

এ নোটগুলোতে দেশের ইতিহাস, ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপনাসমূহের চিত্রও স্থান পাবে। তবে, নতুন নোটের ডিজাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অন্তর্ভুক্ত করা হয়নি। বর্তমানে প্রচলিত বঙ্গবন্ধুর ছবি সম্বলিত নোটগুলো চালু থাকবে।

নতুন নোটের ডিজাইন অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে একটি কমিটি নোটের চূড়ান্ত ডিজাইন নিয়ে কাজ করছে। জানা গেছে, প্রথমে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটগুলোর ডিজাইন পরিবর্তন করা হবে। পরবর্তীতে অন্যান্য নোটগুলোর ডিজাইনেও পরিবর্তন আনা হবে। নতুন নোটে সবকটিতেই ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ অন্তর্ভুক্ত থাকবে, তবে এতে বঙ্গবন্ধুর ছবি থাকবে না, যা বর্তমানে সব টাকার নোটে রয়েছে।

নতুন নোট ছাপানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি সুপারিশ করবে। এই কমিটির সভাপতি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সিনিয়র ডেপুটি গভর্নর, এবং এতে সদস্য হিসেবে রয়েছেন দেশের খ্যাতিমান চিত্রশিল্পীরা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা সাংবাদিকদের জানিয়েছেন, নতুন নোট ছাপানোর কাজ অনেকটাই এগিয়েছে এবং আগামী ছয় মাসের মধ্যে এটি বাজারে ছাড়া সম্ভব হবে।

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন শুরু হয়, যা পরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আন্দোলন সরকার পতনের দাবি নিয়ে এগিয়ে গেলে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তীতে ৮ আগস্ট নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং বাজারে নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কিছু নেতার ব্যাংক থেকে নগদ টাকা তুলে নেওয়ার কারণে ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট দেখা দেয়, যা এখনও চলমান। এর কারণে সরকার নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর