[email protected] শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
২১ পৌষ ১৪৩১

জাতীয় ঐক্য নিয়ে সংলাপের ডাক প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৪ ৬:৩০ পিএম

ফাইল ছবি

দেশের বর্তমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্য’ প্রতিষ্ঠার জন্য সংলাপে বসতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী বুধবার দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন এবং পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এসব সংলাপের মূল উদ্দেশ্য হচ্ছে, দেশের সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে একত্রিত করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা।

এছাড়া, প্রধান উপদেষ্টা মঙ্গলবার সন্ধ্যায় দেশের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর