ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর, ক্ষমতার ভাগাভাগি নিয়ে সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলো ব্যস্ত হয়ে পড়লেও রাজপথে আন্দোলন চালিয়ে গিয়েছিল ছাত্র-জনতা।
তবে, সুশীল সমাজ এবং রাজনীতিবিদরা ছাত্র-জনতাকে পাশ কাটিয়ে ক্ষমতার অংশীদার হতে চেয়েছিলেন। এমন পরিস্থিতিতে, বর্তমান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ গত শনিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে "৫ আগস্ট ৩৬ জুলাইয়ের গল্প" শিরোনামে একটি পোস্ট করেছেন। এতে তিনি বিস্তারিতভাবে ৫ আগস্টের ঘটনার কথা স্মরণ করেন এবং আসিফ নজরুলের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন।
পোস্টে রিফাত রশিদ জানান, ৫ আগস্টের 'মার্স টু ঢাকা' কর্মসূচির পরিকল্পনা ছিল শহিদ মিনার বা শাহবাগ থেকে গণভবন অভিমুখে মিছিল করা, যেখানে সশস্ত্র সংগ্রামের ঘোষণা দেওয়ার প্রস্তুতি ছিল। তিনি লিখেছেন, "শাহবাগে আমরা যখন ছিলাম, তখন খবর আসতে থাকে যে হাসিনা পদত্যাগ করে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করবে, কিন্তু আসিফ ভাই সেই সময় শাহবাগ থেকে ভিডিও বার্তা দিয়ে জানিয়ে দেন যে সেনাশাসন জনগণ মেনে নেবে না।"
রিফাত আরও লিখেছেন, "এসময়, আমরা জানতাম না যে হাসিনা পালিয়েছেন। যখন আমরা গণভবনের দিকে লং মার্চ শুরু করি, তখন ফার্মগেটের কাছে জানতে পারি, হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। এরপর লং মার্চ বিজয় মিছিলে পরিণত হয়।"
পোস্টে রিফাত আরও উল্লেখ করেন, "দুপুর থেকে আসিফ নজরুল স্যার, নাহিদ ভাই, মাহফুজ ভাইসহ কয়েকজন বঙ্গভবনে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আমরা যারা ক্যাম্পাসে আন্দোলন পরিচালনা করেছি, আমরা সবাই জানতাম, আমাদের সিদ্ধান্ত শাহবাগে জনতার মঞ্চ থেকেই হবে। কিন্তু আসিফ নজরুল স্যার এই বিষয়ে একমত না হয়ে, হাসনাত ভাইকে দিয়ে আমাদের বঙ্গভবনে পাঠানোর চেষ্টা করেছিলেন।"
রিফাত বলেন, "হাসনাত ভাই, আসিফ নজরুল স্যারের সঙ্গে গাড়িতে উঠে বঙ্গভবনে যাচ্ছিলেন এই ধারণায়, কিন্তু আসলে বঙ্গভবনে ক্ষমতার ভাগাভাগি নিয়ে দেশের রাজনৈতিক দলের নেতারা অপেক্ষা করছিলেন। এর পর, হাসনাত ভাই বুঝতে পারেন যে তারা ভুল পথে চলেছেন এবং গাড়ি থেকে নামেন।"
রিফাত আরও লেখেন, "আমরা পরে চ্যানেল ২৪-এর অফিসে গিয়ে প্রেস ব্রিফিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম, সেখানে আমরা ঘোষণা করি, বাংলাদেশের শিক্ষার্থীরা পরবর্তী ক্ষমতা কাঠামো নির্ধারণ করবে।"
শেষে রিফাত বলেন, "ছাত্ররা ক্ষমতায় বড় অংশীদার হলেও, তাদের ভরসা রাজপথ, জনগণ এবং শিক্ষার্থীরা। ক্ষমতার মঞ্চে ছাত্রদের একটি জায়গা থাকে, তবে তা সর্বোচ্চ নয়।"
এই পোস্টে রিফাত রশিদ ছাত্র আন্দোলনের ইতিহাস এবং ছাত্রদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন, যা ছাত্র-জনতার আন্দোলনের গতিপথ এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি বুঝতে সহায়ক।
এসআর
মন্তব্য করুন: