[email protected] মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৪ ১:৩৩ পিএম

ফাইল ছবি

পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে অনেক মিথ্যা খবর প্রচার করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

 রংপুরে এক সফরে গিয়ে সংখ্যালঘু এবং ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়নি, তবে পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে মিথ্যা প্রচার করছে।" তিনি আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যমের পক্ষে এটি সম্ভব যে তারা সঠিক তথ্য প্রচার করে পার্শ্ববর্তী দেশের মিথ্যা প্রচার বন্ধ করতে পারে।

জুলাই-অগাস্টে বিভিন্ন আন্দোলন সংক্রান্ত ঢালাও মামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, "আন্দোলনকে কেন্দ্র করে যারা মিথ্যা মামলা দিচ্ছে, তাদের আইনের আওতায় আনা হবে। আমরা একটি বিশেষ কমিটি গঠন করছি যাতে মিথ্যা মামলায় কাউকে শাস্তি না পেতে হয়, তা নিশ্চিত করা যায়।"

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর