২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গত ১৫ বছরে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এমন তথ্য উঠে এসেছে এক প্রতিবেদনে।
প্রণয়নের জন্য গঠিত কমিটি এ তথ্য জানিয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে অর্থনৈতিক শ্বেতপত্র হস্তান্তর করা হয়েছে। রবিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদনটি হস্তান্তর করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য।
আগামীকাল সোমবার সংবাদ সম্মেলনে শ্বেতপত্রের বিস্তারিত তুলে ধরা হবে।
এটি প্রণয়ন করার জন্য ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর, দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। পরবর্তীতে এই কমিটিতে ১১ জন খ্যাতিমান অর্থনীতিবিদকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
আজ প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সিপিডির ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এর সিইও ফেরদৌস আরা বেগম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এম তামিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাশনিম সিদ্দিকী।
এসআর
মন্তব্য করুন: