[email protected] মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

বাংলাদেশ বিষয়ে ভারতের বেশি কথা বলা ঠিক নয়: শশী থারুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪ ৭:১৯ পিএম

ফাইল  ছবি

বাংলাদেশ নিয়ে ভারতের খুব বেশি মন্তব্য করা উচিত নয়, এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেস দলের নেতা শশী থারুর।

বলেন, ভারত সরকারের উচিত নয় বাংলাদেশে ঘটমান বিষয়গুলোতে অতিরিক্ত মন্তব্য করা। তবে, রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার বিষয়ে উদ্বেগ জানালেও, এই ইস্যুতে তিনি কোনো উচ্চবাচ্য করতে চান না।

আগামী ১১ ডিসেম্বর, শশী থারুরের নেতৃত্বে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বাংলাদেশ ইস্যুতে বৈঠক আহ্বান করেছে। এ বিষয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই’র সঙ্গে আলাপে তিনি বলেন, “যদি ভারত সরকার এ বিষয়ে আলোচনা করতে চায়, তাহলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সংসদে কথা বলা উচিৎ। আমরা বাংলাদেশ পরিস্থিতি জানার জন্য বৈঠক ডেকেছি।”

তিনি আরও বলেন, “যেহেতু এটি আমাদের দেশের সরাসরি সম্পর্কিত বিষয় নয়, তাই বাংলাদেশ বিষয়ে আমাদের খুব বেশি মন্তব্য করা উচিত হবে না।”

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তবে বাংলাদেশ বারবার ভারতকে আশ্বস্ত করেছে যে, সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি ঠিক আছে।

এদিকে, ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ ও অপপ্রচার চলছে। কিন্তু ভারত সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

সম্প্রতি, সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর ভারত সরকার পুনরায় উদ্বেগ প্রকাশ করেছে। এ প্রেক্ষাপটে শশী থারুরের এই মন্তব্য আসে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর