সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমামকে মারধর করেছেন আহত শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রিজন সেলে চিকিৎসাধীন আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে আসলে তাদের উপস্থিতি দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন হাসপাতালে চিকিৎসাধীন কিছু আহত শিক্ষার্থী। মুহূর্তেই তারা এগিয়ে এসে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকেন। শিক্ষার্থীরা তাদের উদ্দেশে "সন্ত্রাসী" এবং "ছাত্র হত্যাকারী" বলে চিৎকার করতে থাকেন।
এ সময় হাসপাতালের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "আসাদুজ্জামান নূর ও তানভীর ইমাম এবং আহত শিক্ষার্থীরা একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারা একই সময়ে থেরাপি নিতে আসলে একটি ইমোশনাল আউটবার্স্ট (বিস্ফোরণ) ঘটে। পরে পুলিশ ও চিকিৎসকরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।"
তিনি আরও জানান, "এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।"
এসআর
মন্তব্য করুন: