[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

সংখ্যালঘুদের বিষয়ে ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪ ৪:১৫ পিএম

ফাইল  ছবি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ভারতের সংখ্যালঘুদের প্রতি দ্বিচারিতার সমালোচনা করেছেন এবং এটিকে নিন্দনীয় ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন।

 তিনি বলেন, ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিকভাবে নির্মমতা ঘটছে, কিন্তু ভারত সরকার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। একই সময়ে, ভারতীয় সরকার বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অযাচিত উদ্বেগ প্রকাশ করছে, যা অত্যন্ত দুঃখজনক।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, বাংলাদেশে সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে ছাত্র সংগঠন, মাদ্রাসা, রাজনৈতিক দলসহ সাধারণ মানুষ যেভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে, তা প্রশংসনীয়। তিনি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা করার পরও বাংলাদেশের মুসলমানদের অসীম ধৈর্য ও সংযমের প্রশংসা করেছেন।

এছাড়া, তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের এক জরিপের প্রসঙ্গ তুলে বলেন, ওই জরিপ অনুযায়ী, বাংলাদেশের ৬৪.১ শতাংশ মানুষ মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা আগের সরকারের তুলনায় অনেক ভালোভাবে নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

অধ্যাপক আসিফ নজরুল ভারতের দ্বিচারিতার প্রসঙ্গ তুলে আরও বলেন, যেখানে ভারতীয় মুসলিমদের প্রতি নির্মমতার ঘটনা অহরহ ঘটছে, সেখানে তাদের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, যা এক ধরনের ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়।

এই পোস্টে তিনি চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময়ের গ্রেফতারকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, এই ঘটনা দেশের মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে এবং তা দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর একটি বড় প্রশ্নচিহ্ন রেখে গেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর