[email protected] শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

ইসকনের হাতে আইনজীবী হত্যা: চট্টগ্রাম আদালতে আজও কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪ ১২:০৬ পিএম

ফাইল ছবি

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ, বৃহস্পতিবার (২৮ নভেম্বর), দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আদালত প্রাঙ্গণে কর্মবিরতি পালন করছে।

 ফলে আদালতের সকল ধরনের কার্যক্রম স্থগিত রয়েছে এবং আদালতগুলোতে কোনো মামলা পরিচালনা হচ্ছে না।

এদিন সকালে আদালতে কোনো মামলার শুনানি হয়নি, ফলে বিচারিক কার্যক্রমও স্থগিত রয়েছে। তবে আইনজীবীদের চেম্বারে সাধারণ মানুষ তাদের মামলার বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত হচ্ছেন। আইনজীবীরা জানিয়েছেন, আজকের দিনের পূর্বনির্ধারিত মামলাগুলোর শুনানি পরবর্তী তারিখে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় গভীর শোক ও প্রতিবাদ জানিয়ে আইনজীবীরা দাবি করেছেন, এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। তারা বলেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

উল্লেখ্য, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আদালতের সব কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয়। সেই অনুযায়ী, গত দুইদিন ধরে চট্টগ্রামের আইনজীবীরা কর্মবিরতি পালন করছেন।

ঘটনাটির পটভূমি: গত সোমবার (২৫ নভেম্বর), ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন, মঙ্গলবার (২৬ নভেম্বর), তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়, যেখানে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা আদালত থেকে তাকে কারাগারে নিয়ে যাওয়ার পথে প্রিজন ভ্যান আটকে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে, ইসকন সমর্থকরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেন।

আইনজীবীরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর