[email protected] বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১

প্রধান বিচারপতির উদ্বেগ: বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়ে এজলাস থেকে নামানোর ঘটনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪ ১১:৫০ এএম

ফাইল ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়ে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বলেছেন, এই ধরনের ঘটনা দেশের বিচারব্যবস্থার জন্য অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের গণোসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধান বিচারপতির উদ্বেগের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, গতকাল বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে ঘটনা ঘটেছে, সে ব্যাপারে প্রধান বিচারপতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রধান বিচারপতি আরও বলেন, দেশের আদালতগুলোর বিভিন্ন সমস্যার মাঝে বিচারপ্রার্থীরা যেন নির্বিঘ্নে বিচার সেবা পান, তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট সচেষ্ট রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও বিচার সেবা অব্যাহত থাকবে এবং এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি দেশব্যাপী সকল আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে এবং জনগণের বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে নির্দেশ দেন।

উল্লেখ্য, বুধবার (২৭ নভেম্বর) হাইকোর্টের এজলাসে বিচারপতি আশরাফুল কামালের বিরুদ্ধে আইনজীবীরা প্রতিবাদ জানিয়ে ডিম ছুঁড়েন। এই ঘটনাটি ঘটে যখন বিচারপতি আশরাফুল কামাল জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর ফলে বিচারপতি তাকে এজলাস থেকে নামতে বাধ্য হন।

এ ঘটনায় একাধিক আইনজীবী প্রতিবাদ জানিয়েছেন এবং বিষয়টি নিয়ে আইনমন্ত্রী ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষও দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর