[email protected] বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১

সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪ ৪:১৪ পিএম

ফাইল ছবি

সচিবালয়ে ৯ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে সচিবালয়ের ভেতরে এই কর্মসূচি চলমান রয়েছে। জানা গেছে, কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ তাদের ৯ দফা দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করছে। মূলত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য চাপ সৃষ্টি করতে তারা এই কর্মসূচি পালন করছেন।

শেষ খবর অনুযায়ী, সচিবালয়ে প্রবেশের সব পথ বন্ধ রাখা হয়েছে এবং পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কর্মচারীদের দাবির মধ্যে একটি হচ্ছে, সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব ও উপসচিব পদে ক্যাডার বহির্ভূত কর্মচারীদের নির্দিষ্ট হারে পদোন্নতির সুযোগ। যদিও বিগত বছরগুলোতে এই পদোন্নতি তাদের পুরোপুরি প্রদান করা হয়নি।

বর্তমান পরিস্থিতিতে কর্মচারীদের পক্ষ থেকে এই বিষয়ে দাবি ওঠার পর, ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা সমাধান চেষ্টায় একমত হয়ে একটি প্রতিবেদনও স্বাক্ষর করেন। তবে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. নাদিরা সুলতানা প্রাথমিকভাবে ওই প্রতিবেদনে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান।

এরপর, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী জিয়াউর রহমানসহ কয়েকজন, নাদিরার স্বাক্ষর আনতে অর্থ মন্ত্রণালয়ে যান। এসময় নাদিরা তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, যার ফলে জিয়া অসুস্থ হয়ে পড়েন। তাকে সচিবালয়ের ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে রাজধানীর ফুলবাড়িয়ায় কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়।

এই ঘটনার পর, সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বারান্দায় গিয়ে নাদিরা সুলতানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্লোগান দেন।

কর্মচারীদের ক্ষোভের প্রতিক্রিয়ায়, এপিডি ওবায়দুর রহমান দ্রুত পদক্ষেপ নিয়ে নাদিরা সুলতানাকে ওই প্রতিবেদনে স্বাক্ষর করতে নির্দেশ দেন। পরে সন্ধ্যায় তিনি স্বাক্ষর করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর