চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বুধবার (২৭ নভেম্বর) সকালে প্রধান উপদপ্তরের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, ভিডিও ফুটেজের মাধ্যমে ছয়জনকে শনাক্ত করা হয়েছে। এর পাশাপাশি, গতকাল সংঘর্ষ চলাকালে পুলিশসহ অন্যদের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ২১ জনকে আটক করেছে।
এছাড়াও, দেশীয় তৈরি বোমা (ককটেল) সহ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার, চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন। জামিন নামঞ্জুরের পর তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন, যা আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা আহত শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন।
এসআর
মন্তব্য করুন: