বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সবাইকে শান্ত থাকতে হবে এবং নিরীহ সংখ্যালঘু জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে মাহফুজ আলম এসব মন্তব্য করেন। তিনি বলেন, “গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে শান্ত থাকতে হবে। সরকার দ্রুতই রাষ্ট্রদ্রোহী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”
এর আগে, সোমবার এক পোস্টে তিনি জানান, “অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায়। আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি এবং এর সমাধানে চেষ্টা করছি। তবে, হঠকারিতা এবং ছাত্রদের অন্যায্যতার চেষ্টা জাতিকে ক্ষতিগ্রস্ত করবে।”
এছাড়া, মঙ্গলবার পুণ্ডরীক ধামের অধ্যক্ষ এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোমবার দুপুর ৩টা ৫০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে। এরপর রাতে তাকে চট্টগ্রামের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয় বিশেষ নিরাপত্তার মধ্যে।
এসআর
মন্তব্য করুন: