[email protected] রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১

বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪ ১১:৫৭ এএম

ফাইল  ছবি

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি।

গত ২৫ নভেম্বর, সোমবার রাতে ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়াল একটি প্রতিবেদনে জানিয়েছে, চিন্ময়ের মুক্তি দাবি করেছে বিজেপি।

পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যদি চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দেওয়া হয়, তবে বাংলাদেশ সীমান্তে সনাতনীরা অবরোধ করতে পারে এবং কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভের হুমকি দিয়েছেন তিনি।

এই ঘটনা ঘটেছে, যখন সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হয়।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এই ঘটনার একটি উদাহরণ। তিনি আরও বলেন, "বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের প্রতি দমন-পীড়ন চালাচ্ছে," এবং দাবি করেছেন, "এই পরিস্থিতি আর বরদাস্ত করা হবে না।"

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের একটি সমাবেশে উপস্থিত ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। সেই সমাবেশের পর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে, এবং গত ৩০ অক্টোবর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা দায়ের করা হয়। এ ছাড়া, ওই মামলায় আরও ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) বাংলাদেশও। পাশাপাশি, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন নতুন জোট গঠন করে, যার মুখপাত্র হিসেবে চিন্ময় কৃষ্ণ দাস দায়িত্ব পালন করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর