কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকদের জন্য কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
সোমবার (২৫ নভেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কেয়ারি সিন্দাবাদই একমাত্র জাহাজ হিসেবে চলাচলের জন্য আবেদন করেছিল, এবং তাদেরকেই অনুমতি দেওয়া হয়েছে।
তবে জাহাজটি কোন জায়গা থেকে চলবে ও নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত করা হবে মন্ত্রণালয়ের গঠিত কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে।
কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াছমিন চৌধুরী জানান, আগামী ২৭ নভেম্বর এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে জাহাজ চলাচলের নির্দিষ্ট স্থান ও অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে।
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে নাফ নদী বর্তমানে অনিরাপদ হওয়ায়, সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ কক্সবাজারের ইনানী বা নুনিয়ারছড়া ঘাট থেকে চলাচলের সম্ভাবনা রয়েছে।
এর আগে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমানের স্বাক্ষরে ১৯ নভেম্বর জাহাজ চলাচল ও সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ নিয়ে একটি কমিটি গঠন করা হয়।
ছয় সদস্যের এই কমিটিতে রয়েছেন টেকনাফ ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় বা ট্যুরিজম বোর্ডের কক্সবাজার প্রতিনিধি, অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ, কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক।
কমিটি সেন্টমার্টিনে পর্যটন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে।
এসআর
মন্তব্য করুন: