[email protected] বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১

শাহবাগে লোক জড়ো করার অভিযোগে মোস্তাফা আমীন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪ ৮:৩২ পিএম

ফাইল  ছবি

বিনা সুদে এক লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন এবং বিশাল সমাবেশে লোক জড়ো করার উদ্দেশ্যে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক আ ব ম মোস্তাফা আমীনকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।*

মোস্তাফা আমীন এবং তার সংগঠন গত ২৫ নভেম্বর ঢাকায় শাহবাগে এক লাখ টাকা ঋণ দেওয়ার আশ্বাসে মানুষের সমাবেশ জড়ো করতে চেয়েছিল। তারা দাবি করেছিল, ‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে প্রতিটি ব্যক্তিকে এক লাখ টাকা ঋণ দেওয়া হবে’। এই প্রলোভনে বিভ্রান্ত হয়ে অনেক মানুষ ঢাকা আসেন।

সমাবেশের মাধ্যমে তারা জনগণকে আকৃষ্ট করতে চেষ্টা করেছিল, যাতে তারা শহরে এসে ঋণ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণ করেন। জানা গেছে, এসব লোককে বলা হয়েছিল যে, সোমবার সকাল ১০টায় ঢাকার শাহবাগে একটি সভা অনুষ্ঠিত হবে। সভার উদ্দেশ্য ছিল ঋণ প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ। এই উদ্দেশ্যে স্থানীয় এনজিও সংস্থার পরিচয়ে বিভিন্ন স্থান থেকে লোকজনকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল।

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সংগঠনের ব্যানারে অনেক ফেস্টুন, লিফলেট এবং পোস্টার পাওয়া গেছে, যার মধ্যে লেখা ছিল ‘লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব’। অনেকের কাছ থেকে এই ঋণ দেওয়ার নামে এক হাজার টাকা পর্যন্তও নেওয়া হয়েছে। তারা বলেছিল, ঢাকায় গেলে ১ থেকে ১০ লাখ টাকা ঋণ দেওয়া হবে। এর ফলস্বরূপ, অনেক অসহায় মানুষ বিশ্বাস করে গাড়িতে চড়ে ঢাকায় এসেছেন।

শাহবাগে জমায়েতের পরিকল্পনা কয়েকদিন ধরে চলছিল। এর আগে, ১৫ নভেম্বর মোস্তাফা আমীন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন, যাতে ঘোষণা করেছিলেন, "২৫ নভেম্বর ২০২৪ শাহবাগ মোড়ে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে, সকাল ১০টায়। ইতিহাসে নাম লিখান।"

এই সমাবেশের জন্য সংগঠনের নেতারা বিভিন্ন বস্তি ও আশপাশের এলাকা থেকে লোক জড়ো করার কার্যক্রম পরিচালনা করেছিলেন। তাদের দাবি ছিল, সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিরা ঋণ নিতে পারবেন, যার জন্য তারা মোস্তাফা আমীনের নেতৃত্বে ঢাকা আসেন।

এ ঘটনায় অভিযোগ উঠেছে যে, মোস্তাফা আমীন ও তার সহযোগীরা লোকজনকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্যে এই সমাবেশ আয়োজন করছিলেন। পুলিশ এ ঘটনার পরপরই তাকে আটক করে এবং তদন্ত শুরু করেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর