[email protected] রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১

মোটরসাইকেলে চালকসহ দুইজনের বেশি বহন নয়-ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪ ২:৫৯ এএম

ফাইল ছবি

ঢাকা মহানগরীতে মোটরসাইকেলে চালকসহ দুইজনের বেশি বহন না করতে নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ নির্দেশনার বিষয়ে নিশ্চিত করেছেন।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের যানবাহনের মধ্যে অতিরিক্ত যাত্রী বহনের কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

বিশেষ করে মোটরসাইকেলে হেলমেটবিহীন যাত্রী এবং চালকসহ তিন বা ততোধিক ব্যক্তির যাতায়াত সড়ক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানির ঝুঁকি কমাতে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯ (১) ধারার বিধান অনুযায়ী, চালকসহ দুইজনের বেশি মোটরসাইকেলে চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি চালক ও যাত্রীদের অবশ্যই হেলমেট পরার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া অপ্রয়োজনীয় উচ্চমাত্রার হর্ন ব্যবহার সম্পর্কে ডিএমপি জানিয়েছে, এটি পথচারী, যাত্রী, অন্যান্য যানবাহনের চালক এবং শহরের অসুস্থ বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে।

এ কারণে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৫ ধারার বিধান মেনে চলতে এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করতে অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি সতর্ক করে দিয়েছে যে, এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাফিক বিভাগ নগরবাসীর সহযোগিতা কামনা করেছে, যাতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং দুর্ঘটনা রোধ সম্ভব হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর