[email protected] শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
২১ পৌষ ১৪৩১

নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪ ১:২১ এএম

ফাইল ছবি

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এখনো নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

সুবিধাজনক সময়ে নির্বাচন অনুষ্ঠানের তারিখ প্রধান উপদেষ্টাই ঘোষণা করবেন। অন্য উপদেষ্টাদের দেওয়া তথ্য তাদের ব্যক্তিগত মতামত মাত্র।

গতকাল রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ কথা জানান।

এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, ব্যাংক, ও আদালত অনেকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করে থাকে।

এই নিষেধাজ্ঞার নীতিমালা আরও সুস্পষ্ট করতে অন্তর্বর্তীকালীন সরকার নতুন নীতিমালা প্রণয়ন করবে।

এদিকে উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ ছাড়া কাউকে বিমানবন্দরে হয়রানি করা হবে না। এ বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা তৈরি করা হবে।

তিনি আরও জানান, ব্যাটারিচালিত রিকশার চলাচলে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে। আপিলের রায়ের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আশা করা হচ্ছে, আপিলে ইতিবাচক রায় পাওয়া যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে গুমের তালিকা প্রকাশ করবে গুম কমিশন। তালিকার ভিত্তিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সরকারের পদক্ষেপ নিয়ে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, গুজব প্রতিরোধে ইনডিপেনডেন্ট ফ্যাক্টচেকারসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। এটি একটি সম্মিলিত প্রয়াস হতে হবে।

 

 

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর