[email protected] বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১

গুমের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪ ৯:৫৬ পিএম
আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১০:০৭ পিএম

ফাইল ছবি

গুমের অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে

গুমের অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। গত ১৫ বছর ধরে গুমের একাধিক অভিযোগ জমা পড়লেও তা সরকার স্বীকার করেনি। তবে সম্প্রতি গুম কমিশনের সুপারিশের পর এই চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে, যা এসব অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণ করছে।

রোববার গুম কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়। কমিশনের তথ্য অনুযায়ী, গুমের ঘটনায় প্রমাণ পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গুম কমিশন এই সদস্যদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছে।

গুমের ঘটনা সম্পর্কে গুম কমিশনের প্রাথমিক প্রতিবেদনে বিস্তারিত বর্ণনা উঠে এসেছে, এবং এসব ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর, গুমের ঘটনা তদন্তে একটি আলাদা কমিশন গঠন করা হয়। এই কমিশনে গুমের অভিযোগ জমা পড়তে শুরু করে, যার মধ্যে এখন পর্যন্ত ৩,৫০০ এর বেশি অভিযোগ জমা পড়েছে। প্রধান উপদেষ্টার ভাষণেও গুমের প্রসঙ্গ উঠে আসে।

কমিশন সূত্রে জানানো হয়েছে, আরও অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুমের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রমাণ পেলে, সংশ্লিষ্ট সদস্যদের চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে।

সূত্র: গুম কমিশন

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর