[email protected] বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১

ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে নির্দেশনা আদালত দেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪ ৪:২২ পিএম

ফাইল  ছবি

ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে আদালত থেকে আসা নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি জানান, "ভুয়া ও মিথ্যা মামলা হওয়ার বিষয়টি সত্য, এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলায় কেউ যাতে হয়রানির শিকার না হন, সে জন্য জেলায় জেলায় কমিটি গঠন করা হবে।"

তিনি আরো বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, তবে কেউ যদি পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, "অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের মধ্যে যারা ট্রাফিকিংয়ে অভিজ্ঞ ও দক্ষ, তাদের চুক্তিভিত্তিকভাবে কমিউনিটি পুলিশিং-এর মতো ব্যবস্থায় কিছুদিনের জন্য নিয়োগ দেওয়া হবে। বর্তমানে ঢাকায় ৫০০ জনকে নিয়োগ দেওয়া হতে পারে। পাশাপাশি শিক্ষার্থীরাও আগের মতো এই উদ্যোগে যুক্ত থাকবে।"

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর