[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

নির্বাচন কখন হবে, জানালেন প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪ ৪:১২ পিএম

ফাইল ছবি

"সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তবে নির্বাচন আয়োজনের জন্য কিছু নির্দিষ্ট সংস্কার অবশ্যই প্রয়োজন হবে,” এমন মন্তব্য করেছেন সদ্য শপথ নেয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

(২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

নাসির উদ্দীন বলেন, “এই দায়িত্ব আমার জীবনের এক বড় সুযোগ। দেশের জনগণ বহু বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, অনেকেই রক্ত দিয়েছে। তাদের জন্য একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি আমি দিচ্ছি এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি বলেন, “আমি আত্মবিশ্বাসী যে, আমি এবং আমার টিম নির্বাচনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে পারব। আমরা নির্বাচন কমিশনে একটি শক্তিশালী টিম তৈরি করেছি এবং দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন উপহার দেব।”

এ সময় এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, “নির্বাচনের জন্য সংস্কারের কাজ চলমান থাকবে, তবে নির্বাচনের জন্য কিছু অবশ্যম্ভাবী সংস্কার প্রক্রিয়া শেষ করতে হবে।” তিনি আরো বলেন, “আমাদের উদ্দেশ্য হচ্ছে, যারা তরুণ ভোটার, যারা বছরের পর বছর ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। সেজন্য কিছু রিফর্ম প্রয়োজন এবং আমি আশা করি, সংস্কারের কাজ দ্রুতই সম্পন্ন হবে, যেহেতু একটি সংস্কার কমিশন ইতিমধ্যে কাজ করছে।”

নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, “যেসব রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে ভোটাধিকার দাবি করছে, তাদের সঙ্গে নিয়ে আমরা নির্বাচন আয়োজন করব। তাদের দাবি বাস্তবায়নে আমরা সহযোগিতা করব। আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ।”

রিফর্ম এবং নির্বাচনের সময়সূচি সম্পর্কে প্রশ্ন করা হলে সিইসি বলেন, “এখনই দিনক্ষণের ব্যাপারে কিছু বলা সম্ভব নয়। প্রথমে আমি দায়িত্ব গ্রহণ করে পুরো প্রক্রিয়াটি বুঝে নেব।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর