[email protected] বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১

স্থানীয় নির্বাচন আগে, পরে জাতীয় নির্বাচনের পরামর্শ সুধীজনদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪ ৩:৫৬ পিএম
আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ৫:৪৮ পিএম

ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন সুধীজনরা।

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন সুধীজনরা। সংস্কার কমিশনের সাথে মতবিনিময়ে অংশ নেয়া এই সুধীজনরা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি করার জন্য এ পরামর্শ প্রদান করেন।

তবে, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে নির্বাচন পদ্ধতির সংস্কারের কাজ সম্পন্ন করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি জানান, “কমিশন যে সংস্কার প্রস্তাব করছে, তাতে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনের ব্যয় অনেক কমে আসবে, সময় সাশ্রয় হবে এবং প্রয়োজনীয় জনবলও কমে যাবে।”

এর আগে সকালে, আগারগাঁও নির্বাচন ভবনে প্রথম পর্বের মতবিনিময়ে কমিশন টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন। বিকেলে তারা নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

কমিশনটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার প্রথম ধাপে, কমিশন প্রিন্ট মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছে, যেখানে নির্বাচনী সংস্কারের পাশাপাশি সাবেক সিইসিদের নির্বাচনী অপরাধে শাস্তির সুপারিশ করেন সম্পাদকরা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর