[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

সংস্কার ছাড়া ক্ষমতা চাইলে শহিদের জীবন ফিরিয়ে দিন" - আরজে আতিকুল গাজী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪ ১০:০৩ পিএম

ফাইল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো আরজে আতিকুল গাজী বলেছেন, "যদি আপনারা সংস্কার ছাড়া ক্ষমতা চান, তবে আমার ১৬০০ শহিদ ভাইয়ের জীবন ফিরিয়ে দিন, আমার ২২ হাজার আহত ভাইয়ের আগের সুস্থ জীবন ফিরিয়ে দিন, এবং আমার হাত ফিরিয়ে দিন।"

বুধবার তিনি নিজের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে এই কথা বলেন, যা পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেন।

আতিকুল গাজী তার আহত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আরও বলেছেন, "আমি আবেগ নয়, বিবেক দিয়ে বলছি। আপনারা কী ভাবছেন, আমি ভয় পেয়ে গেছি? না... আমি ভয় পাওয়ার ছেলে না। আমাদের ডাক দিয়ে দেখেন, আমরা আবারও মাঠে আছি। হয়তো এক হাত চলে গেছে, তাতে কি! এখনো জীবন আছে, দেওয়ার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ।"

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক ৯ দফার ঘোষক ও সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, "হাসিনা যে পথে গেছেন, তার পুনর্বাসনকারীরাও সেই পথে যাবে।"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, "ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে।"

তিনি আরও বলেন, "জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা ২৪–পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আর কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারে না।"

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর