[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৩৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪ ৭:০৭ পিএম

ফাইল  ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

একই সময় ১,০৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে বরিশাল বিভাগে ১ জন, ঢাকা দক্ষিণ সিটি ও উত্তর সিটিতে ১ জন করে এবং খুলনা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে মোট ৪২৭ জন মৃত্যুবরণ করেছেন এবং মোট ৮৩,১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর