ডিমের দাম নিয়ন্ত্রণ ও বাজারে সরবরাহ বাড়াতে ৪২টি প্রতিষ্ঠানকে অতিরিক্ত ১৮ কোটি ৮০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য-১ শাখা মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এর আগে, গত ২৩ অক্টোবর ১২টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। ৭ অক্টোবর সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছিল, ফলে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই আমদানির অনুমতি কার্যকর থাকবে।
ডিমের বাজারে লাগামহীন দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে সরকার গত ১৫ সেপ্টেম্বর কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে ডিমের 'যৌক্তিক দাম' নির্ধারণ করেছিল। নির্ধারিত দাম অনুযায়ী, উৎপাদন পর্যায়ে প্রতি ডিমের দাম ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ০১ পয়সা, এবং খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা (ডজন ১৪২ টাকা ৪৪ পয়সা) হওয়ার কথা ছিল।
তবে বাজারে দাম নিয়ন্ত্রণে না আসায় দুই দফায় ডিম আমদানির অনুমতি এবং ১৭ অক্টোবর বাজারে ডিমের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বিশেষ পদক্ষেপ হিসেবে ডিম আমদানিতে কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ডিমের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে।
এ পদক্ষেপগুলোর মাধ্যমে সরকারের উদ্দেশ্য হলো, বাজারে সরবরাহ বৃদ্ধি এবং ডিমের দাম নাগালের মধ্যে রাখা, যাতে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় পণ্যটি কিনতে পারেন।
এসআর
মন্তব্য করুন: