বিদ্যুৎ সংক্রান্ত ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তি পুনর্মূল্যায়নের জন্য উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত মন্ত্রিপরিষদ সচিবকে এক মাসের মধ্যে অনুসন্ধান কমিটি গঠন করতে এবং পরবর্তী দুই মাসের মধ্যে কমিটির প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন।
অনুসন্ধান কমিটিতে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ রাখার কথা বলা হয়েছে। একইসঙ্গে আদালত জানতে চেয়েছে, ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না।
এছাড়া, আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তির সময় যে দর-কষাকষি হয়েছিল, তার বিস্তারিত নথি এক মাসের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানির সময় আদালত মন্তব্য করেন, "প্রতিবেশী প্রতিবেশীই, কিন্তু দেশ সবার আগে।"
এর আগে, ১৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী এম আব্দুল কাইয়ুম ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। রিটে বলা হয়, আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তি অসম, অন্যায্য এবং দেশের স্বার্থের পরিপন্থী। চুক্তির শর্তগুলো সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংশোধনের জন্য নির্দেশনা চাওয়া হয় রিটে। আদানি গ্রুপ যদি সংশোধনে রাজি না হয়, তবে চুক্তিটি বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে।
এই আদেশের মাধ্যমে হাইকোর্ট ভারতের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তির ওপর আরও তদন্ত ও বিচার প্রক্রিয়া চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: