[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

ঢাকা ও কুমিল্লায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪ ৫:০৭ পিএম

ফাইল ছবি

ঢাকা ও কুমিল্লা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দুইজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব আবু সাঈদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে কুমিল্লা জেলার পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে সুপারনিউমারারি পদোন্নতি) মো. মনিরুজ্জামানকে একই সংস্থায় পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর