৪৪তম বিসিএসের ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর ইতোমধ্যে নেওয়া মৌখিক পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বাকি ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে পিএসসি।
সোমবার সন্ধ্যায় পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে গত ১৮ জুলাই পর্যন্ত ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
তবে গত ২৫ আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয় এবং ৮ অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে।
পিএসসি জানায়, সমমান বজায় রাখতে পূর্ববর্তী কমিশন কর্তৃক নেওয়া ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর সবাইকে নতুন করে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। শিগগিরই এই পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হবে।
এসআর
মন্তব্য করুন: