র্যাব ও পুলিশের নির্যাতনে পঙ্গুত্ববরণ এবং গুমের শিকার হওয়ার অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাত নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথকভাবে এসব অভিযোগ জমা দেওয়া হয়।
অভিযোগকারীদের মধ্যে একজন এখনো নিখোঁজ রয়েছেন। তার পক্ষে তার ভাই অভিযোগ জমা দিয়েছেন।
নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- রাজশাহীর মতিহার থানার বিনোদপুর এলাকার মো. জনি ইসলাম, চট্টগ্রামের বাঁশখালীর মো. আব্দুল করিম, বগুড়ার শেরপুরের আলমগীর হোসেন (পঙ্গুত্ববরণ), নোয়াখালীর দেলোয়ার হোসেন মিশু (চোখ হারিয়েছেন), চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাইফুল ইসলাম তারেক (পঙ্গু), ঢাকার ভাটারা থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুরুল আমিন এবং ঝিনাইদহের রতনহাট ইউনিয়নের সাবেক সভাপতি মো. কামারুজ্জামান।
এই অভিযোগে র্যাব ও পুলিশের মোট ৫৩ জন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, নির্যাতনের ফলে তারা শারীরিকভাবে পঙ্গু হয়েছেন এবং মানসিকভাবে অসহায় জীবনযাপন করছেন।
এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: