বাংলাদেশ প্রতিযোগিতামূলক ভূ-রাজনৈতিক স্বার্থের চক্রে আটকে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, এই পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ তার গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পায়নি।
আজ শনিবার ঢাকার একটি হোটেলে বে অফ বেঙ্গল সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, “গত আট বছরে, আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে যে ধরনের সমর্থন আশা করেছিলাম, তা আসেনি।”
ভূ-রাজনৈতিক জটিলতার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “চীন বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা সংকট সমাধানে এগিয়ে আসছে না, কারণ বঙ্গোপসাগর মিয়ানমারের জন্য তাদের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে, ভারতও তাদের কালাদান প্রকল্পের জন্য মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী।”
তিনি বলেন, “আমি কাউকে দোষারোপ করছি না। প্রতিটি দেশই তাদের স্বার্থ দেখছে। তবে রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে আমাদের স্বার্থের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর স্বার্থ পুরোপুরি মেলে না। এ কারণেই এই সংকট দীর্ঘস্থায়ী হয়েছে। এর দ্রুত সমাধান হওয়ার সম্ভাবনা কম।”
উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, “রোহিঙ্গা তরুণ প্রজন্ম, যাদের ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই, একসময় শুধু বাংলাদেশের জন্য নয়, বরং প্রতিবেশী দেশ ও বৈশ্বিক নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।”
তিনি সতর্ক করে বলেন, “এই সংকট সমাধানে বিশ্বের বড় শক্তিগুলোর আরও কার্যকর ভূমিকা নেওয়া জরুরি। কারণ, এটি এখন শুধু বাংলাদেশের সমস্যা নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার বিষয় হয়ে উঠছে।”
এসআর
মন্তব্য করুন: