[email protected] মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

আহতদের বিনামূল্যে চিকিৎসা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪ ২:০৭ এএম

ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের বিনামূল্যে চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আহত ব্যক্তিরা দেশের সব সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনা মূল্যে চিকিৎসা পাবেন।

যদি কারও দেশে চিকিৎসা সম্ভব না হয় এবং বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সুপারিশ থাকে, তবে সেই ব্যবস্থাও গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে আহতদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা ও একজন বিশেষ সহকারী।

বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানান অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান। তিনি বলেন, আহত ব্যক্তিরা অগ্রাধিকারভিত্তিতে চিকিৎসা পাবেন, এবং তাঁদের জন্য প্রয়োজনীয় পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বৈঠকে উপস্থিত ছয় উপদেষ্টা ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ, তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা মো. মাহফুজ আলম।

এর আগে বুধবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম আহত ব্যক্তিদের কিছু দাবির মুখোমুখি হন। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দল আহতদের দাবিগুলো নিয়ে গভীরভাবে আলোচনা করেন।

আহতদের জন্য নির্ধারিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সারা দেশে সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা, প্রতিটি সরকারি হাসপাতালে তাঁদের জন্য সুনির্দিষ্ট শয্যা বরাদ্দ, এবং প্রয়োজনীয় ক্ষেত্রে রোবোটিক চিকিৎসাসেবা ও অত্যাধুনিক যন্ত্র প্রতিস্থাপনের ব্যবস্থা করা। তাঁদের মানসিক সহায়তার জন্য একটি সাপোর্ট সেন্টারও চালু করা হবে।

সায়েদুর রহমান বলেন, এসব পরিকল্পনা আগামী ডিসেম্বরের মধ্যেই বাস্তবায়নের চেষ্টা করা হবে। পাশাপাশি, আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যা গত ১২ সেপ্টেম্বর যাত্রা শুরু করেছে, ইতোমধ্যে শহীদ পরিবারের জন্য আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর