দিল্লিতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে সন্তুষ্ট নয় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান এ বিষয়ে মন্তব্য করেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় গণমাধ্যমে দেওয়া বিবৃতি সরকার নেতিবাচকভাবে দেখছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ভারত সরকারকে অসন্তোষ জানিয়েছে।
তৌফিক হাসান আরও বলেন, ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে, যেন শেখ হাসিনা ভারতে বসে এমন বিবৃতি বা বক্তব্য না দেন। তবে, ভারত সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানান তিনি।
এছাড়া, ভারত ভিসা না দেওয়ার কারণে সৃষ্টি হওয়া জটিলতা সমাধানে বাংলাদেশ সরকার কাজ করছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৌফিক হাসান বলেন, "এ বিষয়ে কাজ চলছে, তবে ভারতীয় হাইকমিশন লোকবল সংকটের কারণে ভিসা জটিলতা সৃষ্টি হয়েছে।"
ভারতের ভিসা না পাওয়া অবস্থায় তৃতীয় দেশের ভিসাপ্রার্থীদের জন্য ভিয়েতনাম ও পাকিস্তানে গিয়ে ভিসা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।
এসআর
মন্তব্য করুন: