হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন হতে যাচ্ছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কপ-২৯ সম্মেলন থেকে দেশে ফিরে এই লাউঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং ভবনের দ্বিতীয় তলায় এ লাউঞ্জটি নির্মাণ করা হয়েছে।
যাত্রীদের আরামদায়ক অপেক্ষার জন্য এই লাউঞ্জে বিভিন্ন সুবিধা রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে শিশুদের জন্য বেবি-কেয়ার কক্ষ, আলাদা ইবাদতখানা, নারী ও পুরুষের পৃথক নামাজের ব্যবস্থা, এবং ক্যাফেটেরিয়া।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের সেবার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: