[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

ড. ইউনূসের আমন্ত্রণে ঢাকা আসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪ ৩:২৯ পিএম

ফাইল  ছবি

প্রখ্যাত অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী জানুয়ারিতে ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

 তিনি বাংলাদেশে অনুষ্ঠিতব্য যুব উৎসবে অংশ নেবেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ ২৯ সম্মেলনের ফাঁকে ফিফা প্রধান ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে প্রধান উপদেষ্টা তাকে যুব উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান এবং বাংলাদেশে বিশ্বমানের নারী ফুটবল দলগুলোকে আনার বিষয়ে তার সহযোগিতা চান।

এটি হবে ২০১৯ সালের পর জিয়ান্নি ইনফান্তিনোর বাংলাদেশে দ্বিতীয় সফর। ২০১৯ সালে মাত্র ১৫ ঘণ্টার জন্য বাংলাদেশে এসে তিনি মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শন করেছিলেন এবং সে সময় বাফুফে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সেই সফরে তাকে উপহার হিসেবে বাংলাদেশী জামদানি দেওয়া হয়েছিল।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর