[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

২ মাসে ৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন তিতাসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪ ১:০২ পিএম

ফাইল ছবি

গত ৮ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকায় মোট ৭ হাজার ৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। গত দুই মাসের অভিযানে ৪০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেরাণীগঞ্জ, কামরাঙ্গীরচর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, সাভার, কালিয়াকৈর, জয়দেবপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, আশুলিয়া, ভালুকা ও মেঘনাঘাটসহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিজস্ব জনবলের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এতে আরও জানানো হয়, গত রোববার কেরানীগঞ্জ, ফতুল্লা ও গাজীপুরে অভিযানে ৩টি শিল্প ও ৬১টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ পর্যন্ত বিচ্ছিন্ন করা সংযোগের মধ্যে ৯৭টি শিল্প, ৫৬টি বাণিজ্যিক ও ৬ হাজার ৮৫১টি আবাসিক সংযোগ রয়েছে। এসব সংযোগের মাধ্যমে মোট ১৯ হাজার ৫৬৯টি বার্নারে অবৈধভাবে গ্যাস ব্যবহৃত হচ্ছিল।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর