ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।
ঢাকায় চলমান সব বাসকে নগর পরিবহণের আওতায় আসতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি নজরুল ইসলাম।
সোমবার (১১ নভেম্বর) বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। সভাটি ডিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম জানান, ঢাকায় কোনো বাস চলতে হলে নগর পরিবহণের অধীনে আসতে হবে।
এজন্য একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গণপরিবহন পরিচালনার জন্য উপযুক্ত ব্যবসায়িক মডেল এবং অন্যান্য প্রয়োজনীয় রূপরেখা তৈরি করবে।
তিনি আরও জানান, আগামী ১১ ডিসেম্বর এ বিষয়ে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।
প্রশাসক জানান, প্রাথমিকভাবে ঢাকার ৪২টি রুটে চলাচলকারী সব বাসকে নগর পরিবহণ ব্র্যান্ডের অধীনে পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে নির্বাচিত করা হবে।
ডিএসসির নির্দেশনার পরিপ্রেক্ষিতে নগর পরিবহণের আওতায় আসতে এখন পর্যন্ত ৮০টি বাস কোম্পানি আবেদন করেছে বলে জানান তিনি।
এই আবেদন প্রক্রিয়া আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
এসআর
মন্তব্য করুন: