[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী নিয়োগ পেলেন তিনজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪ ২:০৫ এএম
আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২:০৬ এএম

ফাইল ছবি

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান ও প্রফেসর ড. এম আমিনুল ইসলাম।

রোববার (১০ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে তাদের যথাক্রমে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

তাদের পদমর্যাদা, বেতন-ভাতাদি ও সুযোগ-সুবিধা প্রতিমন্ত্রীর সমতুল্য হবে।

এদিকে, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এতে কিছু উপদেষ্টার দায়িত্ব পরিবর্তন ও মন্ত্রণালয় অদল-বদল করা হয়েছে।

নতুন দপ্তর বণ্টনে সালেহ উদ্দিন আহমেদের দায়িত্ব কমিয়ে শুধু অর্থ মন্ত্রণালয়ে সীমাবদ্ধ রাখা হয়েছে, যেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নতুন উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

উপদেষ্টা আসিফ নজরুল এখন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নেই; এটি নতুন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে দেওয়া হয়েছে। এ এফ হাসান আরিফের অধীনে এখন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় রয়েছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থাকলেও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বদলে তাকে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে এখন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে পূর্বে তার অধীনে ছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

অন্যদিকে, উপদেষ্টা আলী ইমাম মজুমদার, যিনি আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত ছিলেন, এখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এর আগে রোববার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন তিন উপদেষ্টার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর