[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

উপদেষ্টা তিনজন, প্রতিমন্ত্রীর মর্যাদায় দুই বিশেষ সহকারী নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪ ৬:৫৮ পিএম

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন পাঁচজন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে তিনজনকে উপদেষ্টা হিসেবে এবং দুইজনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হবে।

নতুন উপদেষ্টা তিনজন হলেন:
১. সেখ বশিরউদ্দিন,
২. মো. মাহফুজ আলম,
৩. মোস্তফা সরয়ার ফারুকী।

অপরদিকে, খোদা বকস চৌধুরী এবং ড. সায়েদুর রহমানকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ দেওয়া হবে।

আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন।

এর আগে, চার দফায় অন্তর্বর্তী সরকারের ১৭ জন উপদেষ্টা শপথ নিয়েছেন। ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা, তবে ঢাকা ও বিদেশে অবস্থানরত তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে ১১ আগস্ট শপথ নেন সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়, এবং ১৩ আগস্ট শপথ নেন ফারুক-ই-আজম।

এর পরবর্তী সময়ে, ১৬ আগস্ট নতুন চার উপদেষ্টা শপথ নেন। তারা হলেন সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর