জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করতে সোমবার সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কপ-২৯ জলবায়ু সম্মেলন ১১-২২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ড. ইউনূস। তিনি সোমবার আজারবাইজানের উদ্দেশে রওনা দেবেন এবং ১১-১৪ নভেম্বর তিন দিনব্যাপী রাষ্ট্রীয় সফর করবেন।
জানা গেছে, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম এবং সম্মেলনে দেশের দাবী-দাওয়া তুলে ধরবে, পাশাপাশি বাংলাদেশের বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা তুলে ধরা হবে।
কূটনৈতিক সূত্র অনুযায়ী, ড. ইউনূস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বাকুতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ করবেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি ড. ইউনূসের দ্বিতীয় সফর। তার প্রথম সফর ছিল নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন।
এসআর
মন্তব্য করুন: