[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

শপথ নিতে যাচ্ছেন নতুন উপদেষ্টারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪ ৬:০৩ পিএম

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন সদস্য যুক্ত হতে যাচ্ছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারে নতুন করে আরও পাঁচ জন উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেন।

রোববার সন্ধ্যায় বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র।

নতুন উপদেষ্টাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

রোববার সন্ধ্যায় বঙ্গভবনে তারা শপথ নেবেন বলে নিশ্চিত করা হয়েছে।

অধ্যাপক মো. সায়েদুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক এবং প্রতিষ্ঠানটির বর্তমান উপাচার্য। সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী কয়েক দশক ধরে সিনেমা ও নাটক নির্মাণের মাধ্যমে পরিচিতি লাভ করেছেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরীও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন।

ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

নতুন উপদেষ্টাদের শপথের মাধ্যমে সরকারকে আরও কার্যকর করে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর