[email protected] সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪ ৩:৩৫ পিএম

ফাইল  ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান আজ রোববার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

এটির আগের সাক্ষাৎ ২৬ অক্টোবর, যেখানে সেনাপ্রধান ড. ইউনূসকে তার যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের বিস্তারিত জানান।

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাবাহিনী প্রধান সফরের সময় জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের এবং কানাডার কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেছেন।

গত ১৭ অক্টোবর, নিউইয়র্কে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস, অপারেশনাল সাপোর্ট, মানবাধিকার হাইকমিশনসহ বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক হয়।

সাক্ষাৎকালে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করা হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর