[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

অরেঞ্জ বন্ড চালু করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৪ ১:৩৯ এএম

ফাইল ছবি

জলবায়ু পরিবর্তন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ সরকার ইউএনডিপি ও আইআইএক্সের সঙ্গে যৌথভাবে ‘অরেঞ্জ বন্ড’ চালু করতে যাচ্ছে।

এটি বাংলাদেশে প্রথমবারের মতো এমন এক উদ্যোগ, যা ১ বিলিয়ন ডলার পর্যন্ত টেকসই বন্ড ইস্যুর মাধ্যমে লিঙ্গসমতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়।

‘রিবিল্ডিং অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ উইথ অরেঞ্জ বন্ড’ শীর্ষক এ সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।

এছাড়া ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সিডার হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন মারিয়া স্ট্রিডসম্যান এবং আইআইএক্সের প্রতিষ্ঠাতা প্রফেসর ডুরীন শাহনাজ অনুষ্ঠানে বক্তব্য দেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গার্মেন্টস, সবুজ অবকাঠামো এবং কৃষি খাতে ১ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক বাস্তুতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

এ উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের বিনিয়োগকে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে অন্যদেরও এ ধরনের প্রকল্পে যুক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে।

সভায় জানানো হয়, বাংলাদেশের টেকসই উন্নয়নে জলবায়ু তহবিল সংগ্রহের প্রয়োজন রয়েছে।

ক্লাইমেট ফাইন্যান্সে বেসরকারি খাতের সম্পৃক্ততা, ক্লাইমেট রিস্ক ইন্সুরেন্স, ইসলামী ফাইন্যান্স, থিম্যাটিক বন্ড, ব্লেন্ডেড ফাইন্যান্স এবং কার্বন ট্রেডিংয়ের মতো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তহবিল সংগ্রহ করা সম্ভব।

এ ধরনের বিনিয়োগ জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর