[email protected] সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছেন ছাত্র-শিক্ষকরা: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৪ ৪:২৫ পিএম

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শিক্ষক সমাজ আবারও তাদের চিন্তার স্বাধীনতা এবং মুক্তবুদ্ধির চর্চা ফিরে পেয়েছেন

বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে ‘বোস-আইনস্টাইন পরিসংখ্যানের শতবর্ষ উদযাপন: ঢাকার উত্তরাধিকার’ শীর্ষক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ এবং সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেস যৌথভাবে এই দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে।

ড. ইউনূস বলেন, "বিপ্লবের মাধ্যমে আমরা চিন্তার স্বাধীনতা পুনরুদ্ধার করেছি। ১৯২৪ সালে সৃষ্ট স্যার সত্যেন্দ্রনাথ বসুর গবেষণা আজও প্রাসঙ্গিক এবং তা আজকের বিজ্ঞানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বসু-আইনস্টাইন পরিসংখ্যানের আবিষ্কার শুধু ইতিহাসেই নয়, বর্তমানের পদার্থবিদ্যায়ও প্রভাবশালী। এর প্রমাণ হিসেবে ২০০১ সালে বোস-আইনস্টাইন কনডেনসেটের জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে।"

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের নবীন অধ্যাপক বসু, কোয়ান্টাম তত্ত্বে নতুন পথে চিন্তা শুরু করেন এবং তার কাজের প্রতি অগাধ আস্থা নিয়ে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের কাছে এটি পাঠান।

আইনস্টাইন দ্রুতই এই আবিষ্কারের গুরুত্ব বুঝতে পেরে তা নিজের হাতেই অনুবাদ করে জার্মান ভাষায় প্রকাশ করেন। সেই থেকেই এটি বোস-আইনস্টাইন তত্ত্ব হিসেবে পরিচিত।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, এবং কলকাতার শিক্ষাবিদ অধ্যাপক পার্থ ঘোষ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর