সরকারের সঙ্গে আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তিগুলো বাতিলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
বুধবার সকালে ব্যারিস্টার এম কাইয়ুম রেজিস্ট্রার ডাকযোগে এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, আদানির সঙ্গে করা অযৌক্তিক ও একতরফা চুক্তিগুলো অবিলম্বে পুনর্বিবেচনা বা বাতিল করতে হবে।
তিন দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে তিনি হাইকোর্টে রিট আবেদন করবেন বলে জানান।
নোটিশে জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে। পিডিবি’র চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে তিন দিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় ২০১৭ সালে তাড়াহুড়ো করে আদানির সঙ্গে ২৫ বছরের একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়, যা ভারতের ঝাড়খণ্ডে ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের শর্তে করা হয়।
গত ২৮ সেপ্টেম্বর জাতীয় পর্যালোচনা কমিটির এক সভায় ১১টি বিদ্যুৎকেন্দ্রের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে, যেখানে ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্রের তথ্যও অন্তর্ভুক্ত।
এসআর
মন্তব্য করুন: