[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

গুম কমিশনে জমা পড়েছে ১৬০০-এর বেশি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪ ২:৪১ পিএম

ফাইল ছবি

বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঘটে যাওয়া গুমের ঘটনা তদন্তে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিশনে ১,৬০০-এর বেশি অভিযোগ জমা পড়েছে।

এমনটাই জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কমিশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "গত ৩১ অক্টোবর পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার সুযোগ ছিল, যার মধ্যে আমরা ১,৬০০-এর বেশি অভিযোগ পেয়েছি।

এ পর্যন্ত ১৪০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং ৪০০ অভিযোগ পর্যালোচনা করা হয়েছে।"

তিনি আরও জানান, গুম হওয়া ২০০ জনেরও বেশি ব্যক্তির এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ইতোমধ্যেই শুরু হয়েছে।

গুমের ঘটনা তদন্তে উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই কমিশনটি গত ২৭ আগস্ট গঠিত হয়।

এতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা— যেমন পুলিশ, র‌্যাব, বিজিবি, সিআইডি, গোয়েন্দা শাখা, এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড এবং আনসার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গুমের অভিযোগগুলো তদন্তের আওতায় আনা হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর